Surprise Me!

Sonu Sood| Durga Puja 2020: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা সোনু সুদ এবার কলকাতার পুজো মণ্ডপে

2020-10-22 0 Dailymotion

লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার লড়াই, যা দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ। ঘুম পেয়ে যাওয়ায় গভীর রাতে ট্র্যাকে ঘুমিয়ে পড়েন। ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। লকডাউনে কাজ নেই, রোজগার বন্ধ, তা দুধের শিশুকে নিয়ে বিহারের বাড়িতে ফিরছিলেন পরিযায়ী মা। স্টেশনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু, তা বোঝার মতো ক্ষমতাই ছিল না সন্তানের। তাই খিদের জ্বালায় মায়ের মৃতদেহ বার বার ধাক্কা দিচ্ছিল সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। কান্নায় ডুকরে উঠেছিলেন নেটিজেনরা। কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের মণ্ডপে এবার ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের লকডাউনের কাটান যন্ত্রণার জীবনের কাহিনী। <br /> <br />#DurgaPuja2020 #SonuSoodThemePujaPandal #LatestLYBangla

Buy Now on CodeCanyon